পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২২ 龜 এক অনুরোধ, সখে —তুমি চিরদিন দুঃখিনী বঙ্গের দুঃখে করেছ রোদন, এখনো সে অশ্রুজল করে যেন ছল ছল নেত্ৰে তব ; কাদাইয়া সে দীন নয়ন জিজ্ঞাসিও বিধাতারে-"আর কত দিন ミ○ আর কত দিন এই দুঃখের অনল র’বে ৫ জলিত বঙ্গে ? শুনিয়াছি ভবে সকলের শেষ আছে, সকলেই মরে বাচে, ধরতলে কিছু নাহি চিরদিন রবে ; বঙ্গের কি দুঃখ, আহা ! অনস্ত কেবল ?" চিহ্নিত সুহৃদ।* এস, এস, সখে ! প্রিয় দরশন — বাল-সহচর —অনন্ত-হৃদয় ! শৈশবে, সলিলে সলিল যেমন, উভয় হৃদয় হইয়াছে লয় । তোমার আমার জীবন-যুগল, এক বৃক্ষে দুই লতার মতন ; শৈশবে যখন হৃদয় কোমল, অনন্ত বেষ্টনে করেছে বেষ্টন।

  • Covenanted Friend.