পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাবকাশরঞ্জিনী । & দুঃখিনা ভারতে অকুল সাগরে, ভাসাইয়া যবে চলিলে সখা, কি ভাব উদয় হইল অন্তরে, দেখিয়া মলয়-অচল-রেখা ? মলয়াবারের তীর সুবঙ্কিম মিশাইল যবে জলধি-জলে ? মলয়-অচল উজ্জল নীলিম মিশাইলে নীল আকাশ-তলে ? ولا পার্থিব জগৎ, ছায়াবাজিপ্রায়, লুকাইলে দূরে ; অসীম আকাশ সসীম মণ্ডলে ঘেরিয়া তোমায়, ঢাকিল যখন নীলাম্বু-নিবাস ; অধীনত্বে যেন সরোধে ফেলিয়া অসীম জলধি, বীরদর্পভরে, সাজিল যখন উৰ্ম্মি আস্ফালিয়া ;– কি ভাব উদয় হইল অন্তরে ? কি ভাব উদয় হইল অস্তরে, লঙ্ঘিয়া যখন ভীম পরিবার, লঙ্ঘিয়া— হায় রে ; হৃদয় বিদরে,— অভাগা বাঙ্গালি-অদৃষ্ট দুৰ্ব্বার, অদূরে যখন করিলে দর্শন । ত্রিভঙ্গ ভঙ্গিম শ্বেত ব্রিটনীয়, ( রত্নাকর-গর্ভে রত্ন সৰ্ব্বোত্তম । ) হৃদয় কি তব উঠিল নাচিয় ?