পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । উত্তর। নিবুক্‌ নিবুক্‌, প্রিয়ে ! দাও তা’রে নিবিবারে, আশার প্রদীপ । এই ত নিবিতেছিল, কেন তা’রে উজলিলে ? নিবুক সে আলো, আমি ডুবি এই পারাবারে । & কত দিন, কত মাস, কত বর্ষ, যুগ কত, কত যুগান্তর; এই আলো লক্ষ্য করি’, জীবন সিন্ধুর-নীরে, দিবস যামিনী, প্রিয়ে ! ভাসিয়াছি অনিবার ! vථ এখন সে আশা-আলো, হায় ! দূর-দরশন, স্বদুর-স্বপন ! কত বার পাই পাই, উন্মত্ত অস্তরে ধাই, চকোরের অকিঞ্চন, যথা চন্দ্র-পরশন । 3 কিবা মুখ, কিবা দুখ, কিৰা দেশ, দেশাস্তরে জাওতে, নিদ্রায়, স্থিরনেত্রে অনুক্ষণ করিয়াছি দরশন, - এই আশা-আলো, প্রিয়ে । হায় রে, বিষদভরে ।