পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পষণ হৃদয়ে ধরি’, ভাসি অশিলোক চেয়ে, আশাময়ী আলিঙ্গনে, তরলিত হয় যদি । 5 о কি সে আশা ? কা’র ছবি ? জীবন কাহার ধ্যান, বলিব কেমনে ? বলিব কেমনে, হয় । প্রেয়সি ! তোমার কাছে, আশা, তব ভালবাসা , আশাময়ী,—তুমি প্রাণ ? > * ক্ষমা কর প্রিয়তমে, চুরাশায় মত্ত আমি, উন্মত্ত পামর ; ক্ষমাকর, দয়াময়ি, বিদীর্ণহৃদয় জনে, ক্ষমাকর ক্ষণপ্রভা ! উন্মত্ত প্রলীপবাণী । > R. হয়, যেই আশা-স্বপ্ন, অন্তর অস্তরে মম ছিল লুক্কায়িত ; কেহ না জনিত য'হ, বিন সে অস্ত র্যামী, আদরে রাখিয়াছিন্তু দরিদ্রের ধন সম । ఏ ఛీ “পাষাণ মানব মন, সময়েতে সব সয়”— শুনিলাম যবে ; শোণিতে বিজলী ঝলি’, হৃদয় বিদীর্ণ হ’ল, আজি সেই স্বল্প-কথা হইল জগতময় ।