পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২২৫ শোকে দিনমণি হ’য়ে তিরোধান, কাল-সন্ধ্যাজালে বদন লুকায় । ويN ওই তুলিতেছে কাল শরাসন, gাহাতে শায়িত ভারত রাজন ; ঐ রাজপ্রাসাদে করিয়া শয়ন, তৃপ্তি হইত না হৃদয়ে যাহার s ওই কাষ্ঠে—অতি ক্ষুদ্র আয়তন,— আজি তিনি মুখে করিয়া শয়ন, অনন্ত নিদ্রায় নিদ্রিত এখন,— হায় । মামুষের অদৃষ্ট দুৰ্ব্বার !

“ডেফনি” হইতে “কফিন” তুলিয়া, রাজহম্ম্যমুখে নিতেছে টানিয়া, দ্বাদশ তুরঙ্গে, বিষাদে ডুবিয়া, a নীরবে নগর করি’ছে দর্শন । সঙ্গে চলে রাজপুরুষ সকল, অধোমুখে অস্ত্র, অস্ত্রধারীদল, ভ্রাতৃত্ৰয় চোখে, বহে অশ্রজল, নীরব সকল, বিরস বদন । | v ধ্রুম্ ফ্রমূহুর্গে তোপের গর্জন, ধ্রুম্ গ্রুম্ ডেফি উত্তরে তেমন, পলে পলে যেন অশনি পতন স্তন্ধ গঙ্গাজল বহিছে উজান :