পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨. নবীনচন্দ্রের গ্রস্থাবলী । ঝম ঝম ঝম গভীর নিনাদে, সকরুণ স্বরে দুর্গ-বাদ্য র্কাদে, অৰ্দ্ধ-অবনত উড়ি’ছে বিষাদে, ব্রিটিশ-পতাকা বাণিজ্য-নিশান સ્વ আবার আবার তোপের গর্জন, আবার আবার বাদ্যের রোদন, তালে তালে চলে কাষ্ঠ-শবাসন, তালে তালে চিত্ত হ’তেছে দ্রবিত ; কিন্তু বৃথা সব, মিছা আড়ম্বর, যদি শত তোপ সহস্ৰ বৎসর, • অথবা সহস্র আগ্নেয় ভূধর হুঙ্কারিয়া করে পৃথিবী কম্পিত > * সেই ভীমরোলে তথাপি কথন নিজ্জীব হৃদয় হ’ৰে না চেতন ; স্বৰ্গীয় প্রভুর শ্রবণে কখন শদ্বমাত্র তা’র পশিবে না আর । বধির শ্রবণ চিরদিন তরে হ’য়েছে ; বসন্ত কোকিল কুহরে, কিংবা বরিষার মেঘের ঘর্ঘরে, হইবে না কভু চেতন আবার । , } \ নীরব সে স্বর, যাহাতে কম্পিত হইত “স্বমেরু” “কুমারী সহিত, র্যা’র আজ্ঞ, নাহি বাছি হিতাহিত, লইত হিমাদ্রি মস্তক পাতিয়া ; ৷