পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বুত্বপ্রসবিনী বঙ্গ সাগরসম্ভব, হইতেছে দিন দিন, তমুক্ষীণ, প্রাণহীন, দিন দিন অধোগতি—ইচ্ছা বিধাতার ! সম্মুখে অতলস্পর্শ, রয়েছে তাহার। বঙ্গের কবিতা ওই অনাশ্রিত লতা, नौनशैन, পায় যেন, নৃপবর ! অপ্রিয় তোমার, দিন দিন পল্পবিতা, হয় যেন রপাশ্ৰিতা তব যশোপুষ্পে সাজি কোমল বল্লী, মোহে যেন বঙ্গবাসী সৌরভ বিতরি’ । > ネ তুমি রাজা, পুত্রবর রাজেন্দ্র তোমার পুণ্যবান, - মিশিয়াছে তব গৃহে লক্ষ্মী সরস্বতী ; মিশি' পূর্ব বাঙ্গালায়, যথা পদ্মা মেঘনায় . চলি’ছে অনস্ত মুখে,—বহুক তেমতি এক স্রোতে তব গৃহে যুগ্ম স্রোতস্বতী । ・> ○ বঙ্গ ইতিহাসে যেন গায় শতমুখে তব কীৰ্ত্তি, লিখে রাখে বঙ্গভাষা অমর অক্ষরে, বাঙ্গালার ঘরে ঘরে, অনন্ত কালের তরে, হয় যেন যশোগান ;-পরম আদরে পুনৰ্ব্বার পূর্ববঙ্গ আশীৰ্ব্বাদ করে। '