পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২৩৭ অনিল বহিতেছিল আতি ধীরে ধীরে 5 পশিলাম ক্রমে নিদ্রা-স্বপন-মন্দিরে । রত্ন-সোধ-কিরীটিনী স্বর্ণ লঙ্কা জিনি, দেখিমু শোভি’ছে রাজ্য জলধি-হৃদয়ে শত লঙ্কা পরিসরে , বাধা ছিল বলে এক চন্দ্র, এক স্বৰ্য্য রাবণ-দুয়ারে, এই খানে সুকুমার প্রণয়-শৃঙ্খলে কত চন্দ্র, কত স্থৰ্য্য প্রতি ঘরে ঘরে 'রহিয়াছে শৃঙ্খলিত। বহিতেছে বেগে যেই রম্য রথশ্রেণী বাম্পে, হুতাশনে, অতি তুচ্ছ তার কাছে পুষ্পকের গতি । চপলা সন্দেশবহা ; যাহার পরশে মরে জীব, সে বিদ্যুৎ দেশদেশাস্তরে, কন্তু ছায়া-পথে, কৰ্ভু জলধির তলে, “ বহিতেছে রাজ-আজ্ঞা । অপূৰ্ব্ব কৌশল বিরাজিয়া স্থানে স্থানে গণে অনায়াসে সময়ের গতি, কিংবা আকাশের তারা । লঙ্কার অমৃত ফল বানরের করে হইল নিঃশেষ, কিন্তু এ অপূৰ্ব্ব পুরে জাতীয়-গৌরব রূপ ষে অমৃত ফল ফলিতেছে অনিবার, বিনাশিতে ত’রে পারিত্বে ন নরে কিংবা সমরে অমরে । । এমন অমৃত পানে পুরবাসিগণ, আনন্দে শান্তির কোলে করিয়া শয়ন, নিদ্রা ষায় মন সুখে ; হায় রে । কেবল । অন্ধকার কারাগারে বসি, একাকিনী