পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوانگ چ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । একটী রমণীমূৰ্ত্তি করি’ছে রোদন। কতকাল রমণীর নয়নের জল ঝরিয়াছে, কে বলিবে ? সেই অশ্রুজলে হইয়াছে দুঃখিনীর অঙ্কিত কপোল ; কবরী অবেণীবদ্ধ, জটায় এখন হইয়াছে পরিণত ; হায় ! করাঘাতে ক্ষত বিক্ষত ললাট, স্থানে স্থানে কলঙ্কিত । বহুমূল্য পরিধেয় নীল-বস্ত্র পানি হইয়াছে জীর্ণ শীর্ণ—নিতান্ত মলিন, ততোধিক রমণীর মলিন বরণ । , বহুমূল্য রত্নরাজি আছিল যথায়, চরণে, প্রকোষ্ঠে, অংশে, উরসে, গ্রীবায়, ' উদ্বন্ধন-লতিকার চিহ্নের মতন, শ্বেত রেখা মাত্র এবে সৰ্ব্ব কলেবপ্নে রহিয়াছে বিদ্যমান, বাম করোপরে রক্ষিত বদন-চন্দ্র ;–ফাটিল হৃদয় এই মূৰ্ত্তিমতী শোক করি দরশন ; জিজ্ঞাসিমু—“বল মাতা ! কে তুমি দুঃখিনি এমন বিষাদ মূৰ্ত্তি কিসের কারণ ?” বলিলা রমণী অশ্র মুছিয়া অঞ্চলে,— “দুঃখিনী ভারত-লক্ষ্মী আমি, বাছাধন । আমিই অশোক-বনে সীতা বিষাদিনী ।”