পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 নবীনচক্সের গ্রন্থাবলী । মিশিল,—জীবন দুই প্রেমাণবে হলো t পাত, গাইয়া গাইয়া যেন-“প্রিয়তমে’ ‘প্রাণ নাথ ?

  • * “দেধি নাই প্রিয়তমে !—“দেখ নাই

প্রাণনাথ !” “শুনি নাই প্রণায়নি ৷”—“শুন নাই প্ৰাণেশ্বর ! “তবে কেন অভাগিনী ?” “আমি নাথ নাহি জানি” “কে তুমি ? কে আমি ?” “জানি - চকোরিণী, শশধর, আমি প্রেমাধানী তব, তুমি মম প্ৰাণেশ্বর । । ১৮ “প্রিয়তম, দুইটি বছর, আমি কুল-পিঞ্জরের পার্থী, করেছি তপস্তা তব কুল-পিঞ্জরেতে থাকি, দেখিয়াছি, দেখ নাই, শুনিয়াছি, গুন নাই, দুইটি বছর পরে, ফলিল তপস্তফল, নিবিল এ দীর্ঘ জ্বালা, শুকা’ল নয়নজল ।” r. సిసి “হা হৃদয় । একি কথা, উন্মাদিনি, কি করিলি, কি করিলি, জলন্ত অনলে কেন, ছুটি প্রাণ ঢেলে দিলি,