পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনা । ২৫৭ কিসে হৃদয়েতে মম এত ব্যথা জন্মিল ? অকস্মাৎ কি অনল হৃদয়েতে জ্বলিল ? . २ কেমনে জন্মিল ব্যথা ?—আমি কি তা জানি না ? কিন্তু ষা’র জন্তে জলি, সে যে জেনে জানে না । প্রেয়সী রে নিরদয় । প্রেম ভুলিবার নয়, কুত চাহি ভুলিবারে—ভুলিতে যে পারি না । \ల প্রিয়তমে ! এই কি রে ছিল তব অস্তরে ? আশা-ইন্দ্ৰধনু দূরে দেখাইয়৷ অম্বরে কেন তৃষা বাড়াইলে ? যদি নাহি জুড়াইলে প্রণয়-শীতল-বারি বরষিয়া অাদরে ? $3 কি আর বলিব, প্রিয়ে ! কত আর বলিব ? তাপিত ভূষিত চিত্তে কত আর সহিব এই পাই, এই নাই, হারাইয়া পুনঃ পাই, ম’ল্পে বেঁচে, বেঁচে ম’রে, কত কাল থাকিব ? 鬱 কি দুঃখেতে, প্রিয়ত্তমে, গত মিশি গিয়েছে । কি অনলে এ হৃদয় সারানিশি দহে’ছে । তব চন্দ্রীলম, প্রিয়ে । অন্ধকারে নিরখিয়ে,