পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২৬৭ > R ভৰ সহোদরা বক্ষসিমস্তিনীগণ, এই মহামঙ্গে তুমি করহ দীক্ষিত, ত্যজিয়া প্রণয় কথা, • যন এই মৰ্ম্ম-ব্যথা, ফুহে নিত্য নিত্য প্রিয় প্রাণপতি কণে ; অধরে অমৃত নহে, , ,তাতে গুপ্ত মৃত্যু বহে, ন চাহি অধরামৃত-– তোমার মতন মঃ ধেনু রক্তধরে বিজলি বর্ষণ। చీ

  • স্পাটার মাতৃ-ধৰ্ম্ম শিপা ও সবারে,—
  • ীপ্রমাতা”—রমণীর কি যে অহঙ্কার !

হৃদয়ের স্তরে স্তরে, যেন ইহা দগ্ধ করে, শাপিতে শোণিতে যেন ভ্ৰমে অবিরল, যেন মাতৃস্তন্ত সনে, পান করে শিশুগণে, যাতুমুখে শিখে যেন তনয় সকল— “বীরত্ব কি মহীরত্ন, একতা কি বল” । 冷领 সুদবি । এতদিনে বুঝি বিধি হইয়া সদয়, পাষাণরাশির মাঝে একটি হৃদয়, স্বজিলেন বঙ্গদেশে, তুমি মহাশক্তিবেশে