পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཤྲཱི་ བའི་ ཚི༠ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আজি কালি তিনি সৰ্ব্বভূতময় ! মধুর ভাণ্ডারে বসতি যাহার, ভ্ৰমে এবে, হায় ! দূরদৃষ্ট তা’র ; বাজারে বাজারে, বঙ্গ-ক্ষেতে ক্ষেভে । নিত্য মুদ্রণযন্ত্র-পীড়নে তাহার অঙ্গভঙ্গি দেখি, মরি খেদেভে । وية» হেন কাল্পনায় কাজ নাহি আর, স্বভাবে স্বভাব চিত্রিব আজি । অ’বার জগৎ হইল অণধার, ভাসিল আকাশে জলদরাজি । ধষ্ঠ রে প্রকৃতি । তব ছায়াবাজি, গম্ভীর গৰ্জ্জনে গর্জে কাদম্বিনী, শোভে ক্ষণে ক্ষণে গগনে বিরাজি’. জলধর-কোলে চল-সৌদামিনী ; জলধর-কোলে চল-সৌদামিনী, ক্ষণেকে দেখায়—ক্ষণেকে লুকায়. ক্ষণে ক্ষণে পুনঃ জলধার-ধবনি, - ঘর্ঘর গর্জনে পৃথিবী কঁপায় । দেখিয়া হ’লেম মগ্ন ভাবনায় ! ভয়ঙ্কর রূপ ; শব্দে কাণ কালা } । বঙ্গে বাধা বুক ! শরীর শিলায়, তা’র কোলে এই রূপসী বালা