পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দুল্লভ রতনকাকের গলায়, দেখি কা’র চক্ষে জল না আসে ?

e

এতাধিক আরো নিষ্ঠুর নিদ্বয়, বিধাতার বিধি দেখিতে কি চাহ আন তুলি রঙ, আন সমুদয়, দেখাইব চিত্র শোকের আবহ । জান না মানব জীবন-প্রবাহ ; দুঃখেতে মলিন বরণ তা’র, বারেক ভিতরে প্রবেশিয়া চাহ, , কত শত রত্ন কীটের অধীর । o *९ চিত্র আগে এক রূপসী বাল, রূপের আকর— গুণের গরিমা ; সহি মনে মনে নিরাশার জল, বিনোদ বদনে পড়েছে কালিমা । নলদুর্গ জিনি’ প্রেমের প্রতিমা, নিরাশ-পাঞ্জক ঘুগল নয়ন, কিন্তু, হয় ! সেই নয়ন-নীলিমা, স্নেচে সিক্ত সদা-কোমল দর্শন ! లి ল’য়ে এই ছবি যাও বঙ্গালয়ে, নিরানন্দ বাস —বিধাজের খনি ! ভ্ৰমি গৃহে গৃঙ্কে বল সমুদয়ে, কত গুহে হেন রমণীর মণি