পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আব শুঞ্জিনী । ఫిసె ఇ9 নিষ্ঠুর নক্ষত্ৰলোক, নক্ষত্র-আলোকে সাজাইয়। নীলাম্বর, চন্দ্রমুখ মনোহর বিকাশি নীরবে, আহা ! রহিল চাহিয়া, কি করি কিছুত কই দিল না বলিয়া । এই চন্দ্রমুখ আর সেই চন্দ্রমুখ ; এই চন্দ্র শিলাময় , এই চন্দ্রে বহ্নিচয় জলিতেছে, বহিতেছে স্রোতে নিরস্তর, দূর হ’তে সেও যদি এত মনোহর । & আমার সে পূর্ণচন্দ্ৰ অমৃত-জাধার, অমৃত অধরে ভাসে, অমৃত নয়নে হাসে, আমার সে পূর্ণচন্দ্র স্বধার অাকর, আজি দূর হতে তবে কতই স্কন্ধর । N কি করি ? নিষ্ঠুর স্বৰ্গ দিল না উত্তর , স্বঙ্গামল ধরাতল খুলি নিজ বক্ষঃস্থল, দেখাইল কত বন, ভীষণ প্রাস্তুর, শ্বাসিল সমীরে দীর্ঘ, দিল না উত্তর ।