পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । یا به ع డిసి তবে কেন কি করিক ? আমি দীন হীন, হয় রে অমূল্য নিধি, দিয়েও দিল,ন। বিধি, স্বপ্নর জ্যে ভিন্ন নাহি হ’বে দরশন ; “কি করি, কি করি” তাই ভাবি অনুক্ষণ ? 之° হায় ! হেন রত্নহার পরিয়া গলায়, না পারিমু সগরবে, ধ"ধিতে বিস্মিত ভবে, জগং করিতে আলো রূপের প্রভায়, “কি করি, কি করি”—তাই ভাবি কি সদায় ?

  • >

শোভিবে না সেই রত্ন গলায় আমার, নাহি চাহি দরশন, নাহি চাহি পরশন, একবার বল, প্রিয়ে ! তুমি কি আমার, ধরণতলে আমি কিছু নাহি চাহি আর । 3R কি করিব ? আজি যথা দৃষ্টির সীমায় জলধি হৃদয়ে, হায় ! স্থাপিয়াছে পূর্ণিমায় নবেদিত পূর্ণশশী, সুচারু জ্যোৎস্নাম্ন লিভাসি অনস্তল্যাপি-সিন্ধু নীলিমায় ।