পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । N) రిషి, নবীন স্তবিক তব চাহি তব পানে, সমুজ্জল মুখ, তব রূপের কিরণে । যাই,— চুম্বিবে প্রভাতানিল উচ্ছন কুমুম, চুম্বিৰে কুঙ্কম-শ্রেষ্ঠ তোমার বদন ; চুম্বিবে তোমার,—ছাড়ি উষ্ঠান প্রস্থন— অনন্ত অমৃতপূর্ণ অধর, নয়ন । * যাই,— কিন্তু সে প্রভাতানিলে করিবে না অর sআমার হৃদয়ে সেই স্তধা লরিমুণ, বহিত যে, হায় ! মম আনন। অপার, সুদীর্ঘ নিশ্বাস এবে কfরবে বহন । षझेि,নদী-বক্ষঃ হ’তে যবে রূপের লহরী ছড়া’য়ে যাইবে, প্রিয়ে ! দেখিবে না অার, বসিয়া যুবক এক ধৈৰ্য্য পরিহরি’ নিরখিতে সদ্য স্নাত বদন তোমার । যাই,– ' পাস’ কাছে তরুতলে, দেখিব না আর উন্মত্ত যুবক কেহ হাসিতে কাদিতে ; শুনিয়া মধুর কণ্ঠে আবৃত্তি তোমার অচল হৃদয় সুখ-সাগরে ভাসিতে । যাই,— সেই মুখ,—করে কর, নয়নে নয়ন, থেকে থেকে মুখে মুখ, অধরে অধর, Ç