পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 》や , নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কে চাহে কখন ? যেই নয়নের জ্যোতিঃকামান-অভেদ্য বক্ষে করিয়া প্রবেশ, উচ্ছসিয়া হৃদয়ের বিলাস-লহরী, ভাসাইল তাহে রোম-হেন রাজ্য-লিপ্তা,--- সসাগর। পৃথিবীর রাজ-সিংহাসন ! আজি সেই নেত্র আহ সজল এমন । বিষাদ-লহরী-পূর্ণ-বদন-চন্দ্রিম, রত্ন-রাজসন পৃষ্ঠে ফেলেছে ঠেলিয়া ; অপমানে কেশরাশি বিলম্বিয়া কায়, আসনের পৃষ্ঠ বাহি পড়িয়া ধরায়, বিদারি ভূতল চাহে পশিতে তথায় – “রোমেশ”-হৃদয় ষার অতুল আধার, স্বর্ণ-সিংহাসন তার তুচ্ছ অতিশয় । রক্ষিত যুগল কর, বক্ষে রমণীর— হয় | যেই রমণীর কর-সঞ্চালনে বীরগণ-হৃদয়ও হইত চঞ্চল, প্রণয়-তাড়িত-ক্ষেপেঃ ইঙ্গিতে যাহার চলিত পুত্তল-প্রায় ধরার ঈশ্বর,— আজি সেই কর আহা ! অবশ, অচল । পাষাণ হৃদয়ে পরে, পাষাণের প্রয় রয়েছে পড়িয়া ; বুঝি হৃদয়-পিঞ্জর ভনি রমণীর প্রাণ চাহে পলাইতে, ' নেই হেতু হায় ! এই যুগল পাষাণ রেখেছে চাপিয়া সেই হৃদয়-কবাট দৃষ্টিহীন সম্বোচিত যুগল নয়নআপলক, অচঞ্চল । চাহি উৰ্দ্ধ পানে " "