পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৮ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আন্দোলিত হয়ে পাছে মধুর “গিটার” (৭) বামার বিষাদ-স্বপ্ন করে অপনীত । অচল বামার মূৰ্ত্তি ; অচল হৃদয়ে আচল যুগল-কর ; অচল জীবনস্রোত ; চিত্রাপিত-প্রায়, দাড়াইয়া পাশে অচল সখীর শোকে, সহচরীদ্বয় । w কেবল বামার সেই অচল হৃদয়ে, সবেগে বহিতেছিল ঝটিকা তুমুল ! r *ওলো চারমিয়ন ।” (৮) চমকিল সখীদ্বয় বামার বিকৃত কণ্ঠে, হ’লো রোমাঞ্চিত কলেবর ; যেন এই তমসা নিশীথে শ্মশান হইতে স্বর হইল নির্গত । { *ওলো সহচরি । এই হৃদয়-মন্দিরে অভিনেতা ছিল যেই প্রণয় দুর্লভ, অস্তহিত হ’লো যদি, তবে কেন আর এ বিলম্ব যবনিকা হইতে পতিত ? শূন্ত আজি রঙ্গভূমি ! যৌবন-পরশে । উঠিল প্রথমে ষবে প্রেম-আবরণ, দেখিলাম রঙ্গভূমি-নায়ক এণ্টনি! জীবন-সঙ্গীত-স্রোতে খুলিল নাটক,— ক্লিওপেট্র জীবনের চারু অভিনয় ।

  • সুখদ প্রথম অঙ্কে,—ওলো চারমিয়ন ! আছে কি লো মনে ? অনন্ত বালুকাময়ী

(৭) Guitar, গিটার-যন্ত্র বিশেষ । (9) Charmain, one of the two maid-attendant জনৈক সহচরীর নাম ।