পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ৩২৩ হেন কালে রোম-রাজ্য বিপ্লাবি, বিলোড়ি, ভীষণ তরঙ্গদ্বয় ( ১২ ) সিন্ধু অতিক্রমি, পড়িল জীমূত-মন্দ্রে মিশরের তীরে ; কঁাপিল মিশর সেই ভীষণ আঘাতে । রণোন্মত্ত অসিদ্ধয় ( ১৩ ) পড়িল খসিয়া । * এক উৰ্ম্মি হ’লো লয় সমুদ্র-সৈকতে, দ্বিতীয় উঠিল শূন্ত সিংহাসনোপরে ! “সিজার মিশরে —দূরে গেল রণ-সজ্জা । নব "ফার্শেলিয়া” “পম্পি,” বিজয়ী সিজার, মিশরের সিংহাসনে খুলিলাম সখি ! রণবেশ, দীনাবেশে রোমেশ-চরণে পড়িলাম,—সে কুলক আছে কি হে মনে ? (১৪) ঝটিকায় ছিন্নমূল ব্রততী বেমতি, বন্দে মহীরুহ, হায় ! নিরাশ্রয়া লতা ! ( ১২ ) ফার্শেলিয়ার যুদ্ধের পর পম্পি সিজারের দ্বারা পশ্চাদ্ধাবত হইয়া মিশরে উপস্থিত হইলে, মিশরবাসীরা সমুদ্র-তীরে 5হার শিরচ্ছেদ করিয়া সিজরকে উপঢৌকন দেয় ; সিজার মশরের আস্তরিক বিগ্রহ-নিবন্ধন শূন্ত সিংহাসন অধিকার দিয়া বসেন । - ( ১৩ ) ক্লিওপেট্রর এক অসি, এবং তাহার শক্র পক্ষের দ্বতীয় অলি । (১৪) ক্লিওপেট্রার জনৈক অনুচর র্তাহাকে বসনরাশিতে বষ্টিত করিয়া সিজারের নিমিত্ত উপঢৌকন বলিয়া উহাকে গুপ্তভাবে সিজারের সমীপে লইয়া ৰায় ।