পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مراج 5. নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চারুচন্দ্ৰাতপ রূপে শোভিছে পশ্চাতে । তাহার ছায়ায় বসি কণিকা রূপসী : নাচে স্বর্ণ বর্ণ, বদ্ধ কুসুম-মালায় কুসুম কোমল করে । বসন্ত রঙ্গের নাচিতেছে সুবাসিত সুন্দর কেতন, সৌরভে-মোহিত-মূঢ় অনিল-চুম্বনে । তরণীর মধ্যদেশে, সুবর্ণ-খচিত চন্দ্ৰণতপ-তলে,স্বর্ণ-কমল আসনে, বারুণী-রূপিণী, এই তরণী-ঈশ্বরী – ' আপনার রূপে যেন আপনি বিভোর : দুই পাশে হুকুমার কিঙ্কর-নিচয় ' দাড়ায়ে মন্মথবেশে, সম্মিত বদন, ব্যজনিছে ধীরে ধীরে বিচিত্র ব্যজনে । কিন্তু সে অনিলে কই জুড়াবে বামায়, বরং হইতেছিল কোমল পরশে, কাম লালসায় উষ্ণ কপোল যুগল ! সম্মুখে অঙ্গনাগণ, অনঙ্গ-মোহিনী, কোমল মদনোন্মাদ সঙ্গীত তরল বর্ষিতেছে নানা যন্ত্রে ; তালে তালে তার পড়িছে রজত দাড় রঙ্গত সলিলে ; তরণী সুন্দরী, ভুজ-মুপালেতে যেন, আলিঙ্গিছে প্রেমাহলাদে নদ চিদনসে ! সে মুখ-পরশে নাচি স্রোতে হিল্লোলিয়া, প্রেম-মুগ্ধ ছুটিতেছে তরণী পশ্চাতে । নাচিছে তরণী ;-মরি ! সেই নৃত্য, সেই সলিলের ক্রীড়া, সখি ! দেখ চিত্রকর