পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

い○○● নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নিবিড় তমিস্ৰ যেন সমাধি বেষ্টিমা ! সে দিন প্রেমের শুক্ল-দ্বিতীয়া আমার, আজি হায় ! নিরাশার কৃষ্ণ চতুর্দশী * নীরবিল ধীরে বামা ; মধুর বঁাশরী গাইয়া বিষাদ-তান, নীরবে যেমতি । স্থির-নেত্রে কিছুক্ষণ চাহি শূন্ত-পানে বলিতে লাগিল পুনঃ ইন্দীবরাননা ;— “চলিল তরণী বেগে, চলিলাম আমি ভেটিতে এণ্টনি, সখি ! করিতে অর্পণ বালিকার চিত্ত-চোরে, যুবতী-যৌবন। যত অগ্রসর তরী হ’তেছিল বেগে, ততই হইতেছিল মানস আমার সঙ্কুচিত,—নিঝরিণী-মুখে যথা নদ ‘চিদনস । হায় ! সখি, ভাবিতেছিলাম কি আছে অদৃষ্টে মম,-প্রেম-সিংহাসন, কিংবা রোম-কারাগার ! দেখিতে দেখিতে সঙ্কুচিত অশা-স্রোত প্রণয়-সিঝ রে পাইলাম, কিন্তু সপি ! সেই সম্মিলনে উথলিল যেই ঢল প্রেম-প্রস্রবণে— ঈদয়-প্লাবিনী ! সেই সলিল-প্রবাহে ভেসে গেল মম কুল শীল, লজ্জা, ভয় ; ভেসে গেল সেই বেগে ভূত ভবিষ্যত, বৰ্ত্তমান উভয়ের ; হুইল চঞ্চল বেগে, রোম, মিশরের রাজ-সিংহাসন ; ভেসে গেল সেই স্রোতে সপত্নী সিলভিয়া"। (১৮) (১৮) এন্টনির প্রথম পত্নী ।