পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অসীম বারিদ-পুঞ্জ, ভীম-কলেবর, পড়েছে খসিয়া ওকি জলধি-হৃদম্বে ? খেলিছে বিছাত ওকি জীমূত-ঘর্ষণে ? ওকি শব্দ ভয়ঙ্কর ? জীমূত গর্জন ? সকলই ভ্ৰম ! সখি, শুকাইল মুখ ; বিপক্ষ তরণী-ব্যুহ সজ্জিত সমরে । বিদ্যুত,-কামান-অগ্নি ; দুর্জয় কামান মুহুমুহুঃ মেঘ-মন্দ্রে গৰ্জ্জিছে ভীষণ ! যেই দৃশু—নেত্রে, কর্ণে, চিত্তে ভয়ঙ্কর – দেখিলাম চারমিম্বন, বলিব কেমনে কামিনী-কোমল-কণ্ঠে ? শুনিবে তোমরা নারী-কোমল-হৃদয়ে ? দেখে থাক যদি প্রতিকূল প্রভঞ্জনে প্রাবৃট-অস্তোদ আঘাতিতে পরস্পরে, বিলোড়ি গগন, ছিন্ন নক্ষত্ৰ-মণ্ডল, বুঝিবে কেমনে প্রতিকুল তরীবুল্লাহ পশিল সংগ্রামে । মুহূৰ্ত্তেকে ধূম-পুঞ্জে ঢাকিল জলধি অীধারিয়া দশদিশ ; কিন্তু না পারিল সংহারক রণমূৰ্ত্তি লুকাতে আঁধারে । সেই অন্ধকারে সখি ! অঙ্গ মিশাইয়া তরীর উপরে তরী বীপ দিল রোষে । গৰ্জ্জিল কামান, ঝাপ দিল শত স্বৰ্য্য ফেণিল সাগরে, তরীবৃন্দ বিদারিয়া নিমজ্জিয় জলে, নররক্তে কলঙ্কিয়া সুনীল সলিলে। হায় ! সখি, তুচ্ছ নর, আপনি জলধি, সেই ভীষণ নির্বাত,