পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। ○な@ So “যুবরাজ ! তাজি বুটনিয়া ত্রিদিব-আলয়, দুর্লঙ্ঘ্য সমুদ্র করিয়া লঙ্ঘন, যদি বা ভারতে হইলে উদয়, কেন আজি এই আতিথ্য গ্রহণ ? হায় ! হায় ! হেন দয়ার-সাগরে করুণ। মুধাংশু পূরিত আকাশে, হয় রে অদৃষ্ট –হৃদয় বিদরে— ইহতেও হয় । মরীচিকা ভাসে ? 3 * “না না মানিব না ; প্রাণে নাহি সহে ; ভিখারী মানে না কৌশল দাতার । একি কথা ! শুনেন দুঃখে হাসি, নহে রান্তী-প্রতিনিধি, অতিথি, কুমার ! পুঞ্জীপুত্ৰ তুমি, যে হও সে হও , ভাবি-র জ্যেশ্বর—বুট--তপন ; লও ভারতের সিংহাসন লও, বহুদিন পরে জুড়াই নয়ন । 3 ఫి “এই ধরাতলে আদি হিন্দুজাতি, ধরাতলে আদি হিন্দুসিংহাসন ; আচন্দ্র ভাস্কর হয় । যার ভাতি, . এবে শূন্ত সেই পুণ্য সিংহাসন। বসি সিংহাসনে দেখ একবার, অদৃষ্টের শোক-অভিনয় স্থান ;