পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

එද්\ෂ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দেখ শেষ অঙ্ক-শোক পারাবার আজি হিন্দুস্থান, হিন্দুর শ্মশান ।

“যখন নিরখি হিমাঞ্জি-শেখর ; নিরখি যখন নীল বিন্ধাচল, পূৰ্ব্ব কীৰ্ত্তি, গীত, গৌরব আকর, শুনি যবে স্বপ্নে হইয়া বিহবল, জাহ্নবী, যমুনা, নৰ্ম্মদার মুখে ; বিংশতি কোটি জীব মৃতাকারছৰ্ব্বিষহ ভার-বাজে যবে বুকে ; * তখনই জানি অস্তিত্ব আমার । ?

  • হয় । রাজপুত্র, কি দেখিতে হয় পতিত ভারতে তব আগমন ? ভারতের কীৰ্ত্তি এবে স্বপ্নপ্রায় ; অসমুদ্র গিরি তোমার স্বজন । তোমার ইঙ্গিতে দেশ দেশাস্তরে, আপনি বিছ্যত বহে সমাচার ;

তর পরশনে চলে রোষ ভরে বাষ্পীয় বাহন ছাড়িয়া হুঙ্কার । ు € “তোমার সাহিত্য, তোমার সঙ্গীত, তোমারই শিল্প, তোমার আচার, তব সভ্যতায় ভারত প্লাবিত, ভারতের আহা ! কি রয়েছে আর ।