পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኃ°ነ8 3. নবীনচন্দ্রের গ্রন্থাবলী ! " “দেখিলাম এক স্রোত পুণ্য-প্রবাহিণী— মহাতীৰ্থ সুরধুনী, স্বরগ-সস্তুত ! চলেছে অনন্ত মুখে স্থির অবিচল । অন্ত স্রোত তরঙ্গিণী পদ্মা-বিপ্লবিনী । স্বভাবতঃ নিরমল স্বধা পয়স্বিনী,— প্রশস্ত আকাশ খণ্ড প্রসারিত যেন । আচঞ্চল ! কিন্তু যদি হইল পতিত করাল কামনারূপী কাল-মেঘ-ছায়া, উন্মত্ত তরঙ্গে বক্ষ হ’লো বিধূলিত ২ জগত গ্রাসিতে যেন ভীম ভয়ঙ্করী ছুটিল ভীষণ বেগে, মন্ত উন্মদিনী— সপঙ্কিল কলেবর ! প্রলয়-কারিণী ! “বুঝিলাম— হেন দুই মহস্ৰোত প্রেম-সম্মিলনে দহিবে না বহু দূর । হৃদয় খুলিয়া রাথিতু চরণ-তলে ; কহিমু কঁাদিয়া বিগত জীবন মম উচ্ছ্বাসে উচ্ছ্বাসে । কহিল ম—‘দয়াময়ি ! দারুণ নিরাশা দ্বাদশ বৎসর বক্ষে করিয়া বহন, কত পাপে ডুবাইতে করেছি যতন । হেন পাপারণ্যে কেন করিবে অৰ্পণ, পবিত্র প্রণয় তব-ত্রিদিব রতন ! প্রাণ সমপিতে পারি সেই রত্ন তরে শুষ্ক তৃণ মত , কিন্তু না পারি তাহারে সইতে, জীবনধিকে ! বঞ্চিয় তোমারে ।