পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । \లి: y খুলিত স্বর্গের দ্বার। বহিত অন্তরে কি সুখের স্রোত অহা ! বলিব কেমনে ? সেই তুঙ্গ শৃঙ্গে, সেই নির্জন কমনে, সেই তরুতলে, সেই প্রভাকরকরে, নাই সেই সুখ । হেন মনে লয়, তুচ্ছ করি রাজ্যভোগ, তুচ্ছ করি ধন, যদি পাই প্রিয়তম পতির প্রণয়ে, সরল বিমল সেই প্রণয়চুম্বন। >。 .ক্রমশ: বাড়িত বেলা ; ফিরিয়া কুটীরে, কলসী লইয়া কক্ষে, সমানবয়সী। যত সঙ্গিনীর সঙ্গে, যেতেম সরসীতীরে, মানস-সরসে যেন ধীরে ধীরে কনক হংসিনী—মালা । হাসিতে হাসিতে কহিতাম, শুনিতাম, কত শত কথা ! করিতাম জল-ক্রীড়া, নীল সলিলেতে শোভিতাম নীলাকাশে তারাগণ যথা । &● রন্ধন-শালায় স্বর্থে, অঞ্চল পাতিয়া ধরাতলে শুইতাম, বিমুক্ত বসনে ; গাইতাম শূন্ত মনে, শূন্ত দরশনে, বধুর প্রণয়ু-গীত, অন্তর খুলিয়া। অন্তমনা দেখি মোরে নিবিত অনল, . ধূমেতে অtধারি মম যুগল नझर्न; জালাইতে পুনৰ্ব্বার, নয়নের জল ঋরিত, শুকুতে সেই অনলে তখন।