পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । S}^*. চাহিয়া রহিল যুদ্ৰা । মুহূৰ্ত্ত দেখিল । নৈশ স্বষ্টি নেত্র হতে সরিতে লাগিল । কহিল কাতর কণ্ঠে—“কঠিন পাষাণ ! এত প্রণয়ের শেষ এই প্রত্যাখ্যান ? সে সমুদ্র ভালবাসা শুকাল কেমনে ? কেমনে এমন কথা হানিলে আননে ? চির উপাসকে তল একবার চাও । একবার মুখখামি দেখাইয়া যাও । আমার সর্বস্ব ’’-যুব ছিন্ন তরু ম', পড়িী ভূতলে দীর্ঘ, জীবন বিগত। এখন সে বান্ধ-ঘাটে, সেই ঝাউ মূলে, একটা সমাধি শোভে সেই নদী-কুলে । মুদ্রিত রয়েছে বক্ষে কঠিন প্রস্তরে— “ প্রমণী-প্রণয় লেখে জলের উপরে ” কীৰ্ত্তিনাশা। সকলি কি স্বপ্ন ! বল ছিল কি এখানে অভ্ৰভেদী সেই একবিংশতি রতন ? যেই সৌধচুড়া হতে বিশাল পদ্মায়, বোধ হতো ঠিক উপবীতের মতন ? সে বিশাল রাজপুরী ছিল কি এখানে, পড়িয়াছে ছয় যার বঙ্গ-ইতিহাসে ? যাহার বিশাল-ছায়া লঙ্ঘিয়া পদ্মায় পড়েছিল বঙ্গেশের হৃদয়-আকাশে ?