পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । موسیه প্রতিবিম্বে নীল জলে ! কি স্রোত মধুপ ঝরিবে না গোলাপের কামিনীর দল ! 酸 এত অভিমান যদি ; ধর তবে নদী, ধর একবার সেই ভীষণ-আকার, রাজবল্লভের পুরী গ্রাসিলে যেরূপে । ভীষণ-ঘূর্ণিত স্রোতে, ছাড়িয় হুঙ্কার অসংখ্য তরঙ্গাঘাতে, তরঙ্গ ফুৎকারে প্রকম্পিত দিজুগুল করি বিধুমিত,— যে মূৰ্ত্তিতে বালকের ক্রীড়াসষ্ট মত, ডুবালে সে কীৰ্ত্তিরাশি, কল্পনা অতীত,— 'ు ধর সেই মূৰ্ত্তি,— আমি দেখাব তোমায় পঙ্গইতিহাসের সে পৃষ্ঠ ভয়ঙ্কর । দেখাব বিপ্লব চিত্র, ঘুর্ণ চক্রে যার ডুবিলেন এই রাজনগর ঈশ্বর । তুচ্ছ এই ক্ষুদ্রপুরী,—সেই ঝটিকায় একটী বিশাল রাজ্য পড়েছে ভাঙ্গিয় । তুচ্ছ তব ক্ষুদ্র শাস্তি,—দেখহ চাহিয়া কি শাস্তি পশ্চাতে গিয়াছ রাপিয়া ! তুচ্ছ তব ক্ষুদ্র স্বাক্ট, ওই বালুচর— একই নিশ্বাসে যাহা পীর মিশাইতে,— সে বিপ্লবে যেই রাজ্য গিয়াছে স্বজিস্থ। । না ধরে শকতি কাল কণ খসাইতে । ।