পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী انع فسياني মেঘনা । > আমন করিয়া কেন বহিয়া না যায় রে - মানব জীবন ? অমনি চাঁদনি তলে, অমনি নীলাভ জলে, অমনি মধুর স্রোতে সঙ্গীত মতন, বহিয়া না যায় কেন মানব জীবন ? SR অহো কি স্বৰ্গীয় শোড়া বাসস্ত মধুর— স্বপন স্বজন । e কিবা শান্তি মনোহর ! ভাঙ্গে পাছে, চন্দ্রকত্ব আদরে আদরে বক্ষ পরশিয়া যায়,— অকেী ! কি শাস্তির ছবি ভাসে মেঘনায় । 3 . বসন্তী চন্দ্রমা মাখা চারু নীলাম্বর মধুরে কেমন মিশিয়াছ অন্ত তীরে, মিশিয়াছ নীলনীরে বঙ্কিম রেখায় ; কেন মিশে না তেমন অনস্তের সহ এই মানব-জীবন ? 3 মানব জীবনে এত আশা, ভালবাসা, এতই নিরাশা, এত দুঃখ কেন ? প্রেমের প্রবাহ হয়। কেন না বহিয়া ধায় এমন মধুরে, কেন আকাঙ্ক স্বপন, , নাহি হয় হায় । শাস্ত মধুর এমন ।