পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। ' نهج سيانيه {

  • অগ্রসর । অগ্রসর । নিত্য অগ্রসর ” কি ভীষণ রণ-আজ্ঞা, সৰ্ব্বত্র সমান ! - ওই হিমাচল-সালু,

সিন্ধুতলে পরমাণু, ' এই মহাশৈল, ওই ক্ষুদ্র পুষ্প আর, সম ভাবে আজ্ঞাধীন, নাহিক নিস্তার। & שי *অগ্রসর । অগ্রসর । নিত্য অগ্রসর ”— এই"দেখ বৃটনিয়া, ছুটেছে কেমন, ... " উন্নতি-গৰ্ব্বিত বুকে, গৰ্ব্বিত-উন্নতি মুখে ; ছুটেছে জৰ্ম্মণী অস্ত্র-আসনে আসীন ; বিপ্লব—জলদমুক্ত ফরাসী মার্কিন ! সপ্ত রাজরক্তে রক্ত বিশাল রুশিয়া,* ভীষণ বিপ্লব মুখে ছুটেছে কেমন । অগ্নিগিরি বিধূমিত, হতেছে বক্ষে বদ্বিত, যে দিন ফাটিবে এই প্রচণ্ড ভূধর, অৰ্দ্ধেক পার্থিব রাজ্য হবে রূপান্তর।

  • নির্জীব নিশ্চেষ্ট, এই প্রাচীন ভারত, _কালের তরঙ্গাঘাতে ছায়াপরিণত ।

রুশিয়ার ভূতপূৰ্ব্ব সম্রাটের বিপ্লবকারীদিগের হন্তে অপমৃত্যু টাছিল ।