পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনা । డిసెళి স্বখের কেতন নগ্ন, 鬱 হয়েছে হৃদয় ভগ্ন, ' পূর্ণ হইয়াছে তরী নিরাশার জলে, মহাকাল । আর কেন ডুবাও অতলে ! ミe ষেই তারা লক্ষ্য করি ভেসেছিল তরী, এখনো সে তারা উচ্চে জ্বলিছে আকাশে ; অবস্থার ঝটিকায়, কিন্তু কত দূরে হয় । অনিয়াছে ছাড়াইয়া সেই লক্ষ্যপথ ! অবস্থার দাস নর,—বৃথা মনোরথ ! 있 অবস্থা ! তোমার নাম—অদৃষ্ট ! বিধাতা ! তুমি স্রষ্টা, সংরক্ষক, তুমি সংহারক ! তুমি সৰ্ব্বশক্তিমান, বিশ্ব তত্ব ক্রীড়া স্থান, তুমি পাপ, তুমি পুণা, স্বরগ, নরক । তুমি সৰ্ব্ব-ব্যাপী, তুমি সৰ্ব্ব-বিধায়ক ! % ३२ • * - তুমি বিশ্ব-নেতা, কাল তোমার বাহন, ' তব সমে মহারণ “বিশ্ব-যাত্র নাম । যুদ্ধ করি, মহাক্ষর ! i আসিয়াছি এত দূৰ, যন্ধে যুদ্ধে ক্ষত বক্ষে ফুরাল আমার একবর্ষ, জীবনের একবর্ষ আর !