পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । మీసియో কি উত্থান, কি পতন, কি শান্তি, কি ঝড় । আর্য্য অদৃষ্টের কিবা চিত্র ভয়ঙ্কর ! > * এই ক্ষুদ্র নদীতীরে, এ ত্রিপ-ভূমে, পাতিয়া তাপিত বুক, * পাইলাম যেই সুখ, যেই শান্তি, যেই প্রীতি, তৃপ্তি পিপাসার— জুড়াইল এত দিনে হৃদয় অপমার ! >& এই মম মহাতীর্থ, ত্রিদিব আমার ! এত দিনে বুঝিলাম, স্বৰ্গ, মর্ত্য, ধরাধাম, হইল না কেন ত্রিপাদের পরিমাণ। তিন পদ কোন ছার, একটা ধূলি ইহার, ত্ৰিভুবনে পরিমিত হবে না কখন— মেহের উপমা নাই, স্নেহে অতুলন । రి এই মম মহাতীর্থ, ত্রিদিব আমার ! छनक छननौं भय,জাহ্নবী যমুনা সম, এক অঙ্গে পরিণত যুগল জীবন, এখানে অনস্তসহ হইল মিলন । ;: ss হয়, মাত বম্বন্ধরে । খুলিয়া হৃদয়, । দেখায় যুগল-মুখ, । সেই স্নেহ ভরা বুক,