পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ది ఫి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । উঠ বাবা, স্নেহময়ি, উঠ মা আমার, বুলায়ে কোমল-কর, . - আমীর হৃদয়’ পর, জুড়াও জ্বলন্ত এই স্নেহের শ্মশান, সংসারের শত অস্ত্রে ক্ষত এই প্রাণ । S > না না—এই ভূমিখণ্ড, ক্ষুদ্র-পরিসর সে অনন্ত দয়া, সেট প্রশস্ত হৃদয়, কৰ্ভু কি ধরিতে পারে? শক্তি ধরে পরিবারে ? অনন্তে অনন্ত অহা ! হয়েছে বিলীন ! অশোক-অষ্টমী, নিশি, হাসিতেছে দশ দিশি, বাসস্তী-চন্দ্রিক-স্নাত অনস্ত অম্বর } . অনন্ত অম্বর পটে শত চন্দ্রোজ্জল, কিবা হরগোরী-রূপ, . শোভিতেছে অপরূপ, জনক-জননী মম একাঙ্গ-সুন্দর ! কিবা সুপ্রসন্ন হাসি, কি অনন্ত স্নেহ-বাশি, ভাসিছে অধরে, নেত্ৰে ! কি স্বৰ্গ-সঞ্চার করিতেছে ওই পৃষ্টি হৃদয়ে আমার !