পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । so অ কিয়া আকাশপটে ; কর শক্তি-দান $ সেই রেখা অনুসারি— চরণে যাইতে পারি, অস্তিমে চরণে তব পাই যেন স্থান, পিতৃদেব ! শিখাও আমারে নবজীবনের গান ! প্রকৃতির গীত । “নাথ ! ভূ’লে না এ দাসীরে , এই অনুরাগ যেন, থাকে চির দিন তরে । কুলমান-ল'জ-ভয়, পরিহরি সমুদয়, সপেছি জন্মেরি মত মনঃপ্রাণ তব করে । তুমি বিনে অন্ত আর, কি ধন আছে আমার, প্রাণে মরি ও বদন, তিলেক না হেরিলে পরে ? গভীর নিশীথে, কি গভীর গীত গাইছে প্রকৃতি গভীর স্বরে অনন্তরূপিণী, অনন্ত-কণ্ঠেতে,— । "লোনা দাসীরে”—গাইছে কাতরে অনন্তস্বরূপে, অনস্ত কণ্ঠেতে— । “ভুলিওন নাথ”—কিবা এক-তান গাইছে অশ্রাস্ত ; অনস্ত-পুরিয়া— “ভূলনা না দাসীরে”—উঠিছে গান ૨ “এই অনুরাগ, চির দিন তরে, , ' “থাকে যেন তব ওকে প্রেমময় !