পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । , 8 A ද් কত বিভীষিক মূৰ্ত্তি হয় দরশন ;– সমাধি করিয়া যেন বদন-ব্যাদান নির্গত করেছে শব বিকট-দশন, বারেক খুলিলে নেত্ৰ ভয়ে কঁপে প্রাণ ! ধরা যেন বোধ হয় প্রকাও শ্মশান, , নাচিছে ডাকিনী কুরে উলঙ্গ-কৃপাণ । 载 ধরিয়া বঙ্গের গলা কাল নিশীথিনী, নীরবে নবাব-ভয়ে করিছে রোদন ; নীরবে কাদিছে আহা ! বঙ্গবিষাদিনী, নীহার-নয়নজলে তিতিছে বসন । •নীরব ঝিল্লির রব ; স্তব্ধ সমীরণ s মাতৃবুকে শিশুগণ, দম্পতী শয্যায়, পতি প্রাণভয়ে, সতী সতীত্বকারণ, ভাবিছে অনন্তমনে কি হবে উপায় । বিরামদায়িনী নিদ্রা ছাড়ি বঙ্গালয় কোথায় গিয়াছে, ডরি নবাব নিদয় ।

  • . جية

যেই মুরসিদাবাদ সমস্ত শৰ্ব্বী - শোভিত আলোকে, যথা শারদ গগন খচিত নক্ষত্র-হারে ; রজনী স্থনরী হাসিত কুম্মনামে রঞ্জিয়া নয়ন ; উথলিত অনিবার আমোদ লহরী , , ভাসিত নগরবাসী, অমর-সমান, . শক্তির-সাগরে মুখে ; সে মহানগরী, ভাবনা-সাগরে কেন আজি ভাসমান ।