পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२४* নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বিষাদে বিজন বনে করেছে প্রবেশ, না ডরি শার্দুলে, সিংহে ; কুরঙ্গ-শাবক অদূরে শুনিয়া ব্যাধ-বন-নিপীড়ন, সভয়ে যেমতি পশে নিবিড় কানন । లిసె "ইহাদের দুরবস্থা করিতে মোচন, । কি যত্ন না করিয়াছে স্বগীয় নবাব বীরশ্রেষ্ঠ আলিবর্দি, সমরে শমন, শিবিরে অপক্ষপাতী অমায়িক ভাব ! জীবনের অবসান, তথাপি উজ্জ্বল । ছিল ভস্ম-আচ্ছাদিত বহ্নির মতন ; প্রভায় সমস্ত বঙ্গ ছিল সমুজ্জ্বল ! ছিল যেই সিংহাসনে, ইন্দ্রের মতন পরাক্রমে পরস্তপ এতাদৃশ শূর, এখন বসেছে এক ঘৃণিত কুকুর : 登 ° § e. "বিরাজিত বঙ্গেশ্বর বিচিত্র সভায় ! কামিনী-কোমল-কোল রত্নসিংহাসন ! রাজদও সুরাপত্র, যাহার প্রভায় নবাব-নয়নে নিত্য ঘোরে ত্রিভুবন । স্থগোল মৃণালভুজ উত্তরীয় স্থলে শোভিতেছে অংসোপরে ; শুনেছি শ্রবণ বামাকণ্ঠ-প্রেমালাপ মন্ত্রণার ছলে । রমণীর মুশীতল রূপের কিরণ । সঙ্গীত গাইছে অর্থী মনের ‘বেদন !