পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। । ৪২৯ 姆> “কিন্তু কি করিবে সখে ! বিধাতা বিমুখ অভাগিনী বঙ্গপ্রতি । বলিতে না পারি লিখেছেন বিধি হায় ! কত ষে কি দুঃখ কপালে তাহার-চিত্ব-অভাগিনী নারী ! সেনকুল-কুলাঙ্গার, গৌড়-অধিগতি, সপ্তদশ অশ্বারোহী তুরকের ডরে, কি কুলগ্নে কাপুরুষ বৃদ্ধ নরপতি তেয়াগিল সিংহাসন সত্ৰাস অস্তরে । সেই দিন হ’তে ধেই দাসত্ব-শৃঙ্খল প’ড়েছে বঙ্গের গলে, আৰ্য্যস্থত-বল । - * o “আর কি পরিবে তাহা করিতে খণ্ডন ? জানেন ভবিতব্যতা ! কিংবা এ শৃঙ্খল জেতৃভেদে কতবার হইবে নুতন কে বলিবে 1 কে বলিতে পারে রণস্থল পাণিপথে কতবার হবে পরীক্ষিত ভারত-অদৃষ্ট হয় । গিয়াছে পাঠান ; গতপ্রায় মোগলের ; কিন্তু শৃঙ্খলিত আছে এক ভাবে যত ভারত-সন্তান সাদ্ধ পঞ্চশত-বর্ষ ! না জানি কখন । ভারত-দাসত্ব বিধি করিবে মোচন t f : | ૬૭ * , “কিন্তু কি করিবে, হয় । জিজ্ঞাসি আবার কি কবিনে ? সেই দিন কবিয়া মন্ত্রণ,