পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ૭૦ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। বরিলাম পূর্শিয়ার পাপী দুরাচার, বুঝিতে না পারি পাপ-আশীর ছলনা । কিন্তু পরিণামে হয় লভিছু কি ফল ? স্বরামত্ত, কামাসক্ত, পড়িল সংগ্রামে, যেমতি পড়িল ক্ৰৌঞ্চমিথুন দুর্বল ব্যাধকবি বাল্মীকির ব্যাধ-বিন্ধৰাণে । নবাবের ঘোর কোপে পড়িয়া সকলে না জানি পাইমু রক্ষা কোন পুণ্যফলে । 8 8 “কিন্তু তাহা ভাবি মনে, এ শর-শয্যায় কেমনে থাকিব বল ? দিবস যামিনী থাকি সশঙ্কিত, ধন-প্ৰাণ-আশঙ্কায় ; দুঃখে দিবা, অনিদ্রায় কাটি নিশীথিনী । ভূত-ভয়ে ভীত জন ঘোর অন্ধকারে স্বীয় পদ-শৰে যথা হয় সত্ৰাসিত, আমরা তেমন মৃদ্ধ পবনসঞ্চারে ভাবি শমনের ডাক, ছই রোমাঞ্চিত । অগ্নিতে নির্ভয় কছু সম্ভবে কি তার, জতুগৃহে জ্ঞাতসারে বসতি যাহার ? se “অতএব ইংরেজেরে করিয়া সহায়, রাজ্যচ্যুত করি এই ছৱন্ত পামরেযবন-কুলের গ্লানি -মম অভিপ্রায়, ৰসাইতে সৈন্তাধ্যক্ষে সিংহাসমোপরে। অন্ধকূপ-অত্যাচার প্রতিবিধানিতে এসেছে বৃটিশ-সিংহ-বীর-অবতার ।