পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। । 8s: দ্বিতীয় সৰ্গ । কাটোয়া—বৃটিশ-শিবির ।

  • দিবা অবসান প্রায় ; নিদাঘ-ভাস্কর বরধি অনলরাশি, সহস্র কিরণ, পাতিয়াছে, বিশ্রামিতে ক্লান্ত কলেবর, দূর তরুরাজিশিরে স্বর্ণ-সিংহাসন । । খচিত সুবর্ণ মেঘে সুনীল গগন - হাসিছে উপরে ; নীচে নাচিছে রঙ্গিণী চুম্বি মৃদু কলকলে মন্দ সমীরণ, * তরল হুবর্ণময়ী গঙ্গা তরঙ্গিণী । - শোভিছে একটি রবি পশ্চিম গগনে, ভাসিছে সহস্র রবি জাহ্নবী-জীবনে ।

অদূরে কাটোয়া-দুর্গে বৃটিশ-কেতন উড়িছে গৌরবে, উপহাসিয়া ভাস্করে। উঠিতেছে ধূমপুঞ্জ অধারি গগন, ভস্মিয় যবন-বীৰ্য্য কাটোয়-সমরে । সশস্ত্র বৃটিশ সৈন্ত তরী আরোহিয়া হইতেছে গঙ্গাপার-অস্ত্র থলথলে ; দূৰ হ’তে বোধ হয়, যাইছে ভাসিয়া জবা কুসুমের মালা জাহ্নবীর জলে। রক্তবস্ত্রে, রণ-অস্ত্রে, রবির কিরণ বিকশিছে প্রতিবিম্ব, ধৰি নয়ন। ।