পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ડ88ર নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বৃটিশের রণবাদ্য বাজে कम् क्षम्, হইতেছে পদাতিক-পদ সঞ্চালন তালে তালে, বাজে অস্ত্র বানন বানন , । ক্ৰেষিছে তুরঙ্গ রঙ্গে, গর্জিছে বারণ। থেকে থেকে বীরকণ্ঠ সৈনিকের স্বরে, ঘুরিছে ফিরিছে সৈন্ত ভুজঙ্গ যেমতি সাপুড়িয়া মন্ত্রবলে ;–কছু অস্ত্র করে, কতু স্কন্ধে ; ধীরপদ, কভু দ্রুতগতি । “ড়মের’ ঝঝর রব, ‘বিপুল ঝঙ্কারঃ বিজ্ঞাপিছে বৃটিশের বীর্য্য অহঙ্কার। § নীরবে—সৈন্তের স্রোত বহিছে নীরবে অতিক্রমি ভাগীরথী ; বিরাজে বদনে গম্ভীরতা-প্রতিমূৰ্ত্তি। আসর আহবে হতভাগাদের, আহা ! প্রতিবিম্ব তার ভাসিছে নয়নে, ওই ভাসিছে বদনে । । পারিতাম যদি আমি চিত্রিতে সবার বদনমগুল, তবে মানবের মনে যত মুকুমার ভাব হয় উদ্দীপিত, এই চিত্রে মূৰ্ত্তিমান হ’ত বিরাজিত । । - { * . . . 1 & কোন হতভাগা আহা ! বসিয়া বিরলে । গ্রেমের প্রতিমা পত্নী শরিয়া অন্তরে ।