পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। 883). নীরবে ভাসিছে জুই নয়নের জলে ঃ ভাসে ভারাক্রাস্তুচিত্ত বিষাদ-সাগরে ভুলেছে সমরসজ্জা, না দেখে নয়নে শিবির,-সৈনিক,—সেন,—নদী ভাগীরথী ; রণবাষ্ম ঘনরোল না পশে শ্রবণে ; * প্রেমমন্ত্র-মুগ্ধ-চিত, প্রেম-মুগ্ধ-মতি । কেবল দেখিছে প্রিয়া-বদন-চন্ত্রির্ম, কেবল শুনিছে প্রেম-ভাষা-মধুরিমা ! وی ۹ কোথায় ঝু বিদায়ের হৃদয়বেদন স্মরিয়া মরমে, আহা ! চিত্ৰি প্ৰতিবলে । অশ্রুসিক্ত প্রণয়িনী-বদনচন্দ্রম, বকচ গোলাপ যথা শিশিরের জলে ;– নেত্রনীলোৎপল হতে প্রেমে উচ্চুসিয়া ঝরেছিল ধেইরূপে অশ্রুমুক্তাবলী, প্রফুল্ল পঙ্কজ যথা প্রভাতে ফুটিয়া বরষে শিশিরবিন্দু সমীরণে টলি ; বেণীযুক্ত কেশরাশি ; অলক্ত অধর, সতত সরস, পূর্ণ অমৃতশীকর – কঁদে কোন হতভাগা। ভাবে নিরস্তুর, আর কি সে চারু মুখ দেখিবে নয়নে ? আর কি সে প্রেমময়ী-কোমল-অধর চুম্বিৰে প্রণয়-উষ্ণ সুদীর্ঘ চুম্বনে ? আসন্ন সমরক্ষেত্রে, নশ্বর সম্বরে, প্ৰহারিবে ধৰে অরি অসি উগ্রপ্তর ' ' ... }... ,