পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36 8 নবানচন্দ্রের গ্রন্থাবলা । 3 চলিতেছি ইচ্ছাহীন পুতুলের প্রায় ।”— বলিতে বলিতে বীর, ত্যজিয়া আসন, ভ্ৰমিতে লাগিলা দ্রুত, নিরর্থি ধরায় ; ভূতল ভেদিয়া যেন যুগল নয়ন গিয়াছে কোথায়, ধরা দেখা নাহি যায় । কল্পনা-তাড়িত পক্ষে মানস চঞ্চল, অতি ক্রমি নীল সিন্ধু লহরীমালায়, বিরাজে ইংলণ্ডে কভু ; ভাবী রণস্থলচিত্রে কভু ; সেই চিত্রে হৃদয়ে তাহার, কত আশা, কত ভয়, হ’তেছে সঞ্চার । । ৩২ চিন্তা-অবসন্ন মনে কিছুক্ষণ পরে, নির্মীলিত নেত্রে পুনঃ বসিলা আসনে ; অকস্মাৎ চারিদিকে ভাসিল সত্বরে স্বৰ্গীয় সৌরভরাশি ; বাজিল গগনে .কোমল-কুসুম-বাদ্য,-সঙ্গীত তরল , সহস্র ভাস্কর তেজে গগন-প্রাঙ্গণ ভাতিল উপরে ; নিমে হাসিল ভূতল ; নামিল আলোকরশি ছাড়িয়া গগন । সবিস্ময়ে সেনাপতি দেখিলা তখনি, জ্যোতির্বিমণ্ডিত এক অপূৰ্ব্ব রমণী। ‘චූද්) যুবতীর শুভ্র কাস্তি, নয়ন নীলিমা, রঞ্জিত জিবি রাগে অলঙ্ক অধন, ।