পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8念仓· রাজরাজেশ্বরীরূপ, অঙ্গের মহিমা, কি সাধ্য চিত্রিবে কোন মর চিত্রকর। শ্বেতাঙ্গ সজ্জিত শ্বেত উজ্জল বসনে, খেলিছে বিজলী, বস্ত্র অমল ধবলে ; তুচ্ছ করি মণিমুক্ত পার্থির রতনে. ঝলসে নক্ষত্ররাজি বসন-অঞ্চলে । বেশ ভূষা ইংলণ্ডীয় ললনার মত, স্বৰ্গীয় শোভায় কিন্তু উজ্জ্বল সতত । ·දා? অৰ্দ্ধ-অনাবৃত পীন পূর্ণ পয়োধর ; তুষার উরস, স্বচ্ছ স্ফটিক আকার, দেখাইছে রমণীর অমল অন্তর,— চিরপ্রসন্নতাময়, প্রাতিপারাবার ! নহে উপমেয় পেই বদনচন্দ্রমা, —কিংবা যদি দেখিতাম লিখিতাম তবেস্বৰ্গীয় শারদ শশী সে মুখ-স্থষম। — বিশ্ববিমোহিনী আহা ! অতুলিতা ভবে ! বসন্তরূপিণী ধনী ; নিশ্বাস মলয় ; কোকিল কোমল কণ্ঠ ; নেত্র কুবলয় । st কোটি কহিষ্ণুর কাস্তি করিয়া প্রকাশ, শোভিছে ললাট-রত্ন সেই বরাননে ; গৌরবের রঙ্গভূমি, দয়ার নিবাস, প্রভুত্ব ও প্ৰগলভত বসে একাসনে । শোভে বিমণ্ডিত যেন বালার্ক-কিরণে কনক অলকাবলী-বিমুক্ত কুঞ্চিত,