পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8&s. সময়েতে তদুপরি ব্যাপিয়া ভারত অটল অচল রাজ্য ছাইবে গগন । বিধির মন্দির হ’তে অনিয়াছি আমি ভারতবর্ষের ভাবী মানচিত্ৰখানি । - {{ “অনন্ত তুষারাবৃত হিমাদ্রি উত্তরে ওই দেখ উদ্ধ শিরে পরশে গগন";— আদ্রির উপরে অদ্রি, অদ্রি তছুপরে ; কটিতে জীমূতবৃন্দ করিছে ভ্রমণ । দক্ষিণে সুনন্ত নীল ফেণিল সাগর, উৰ্ম্মির উপরে উৰ্ম্মি, উৰ্ম্মি তত্‌পরে,হিমাদ্রির অভিমানে উন্মত্ত অন্তর তুলিছে মস্তক দেখ ভেদি নীলাম্বরে । অচল পৰ্ব্বত শ্রেণী শোভিছে উত্তরে, চঞ্চল অচলরাশি ভাসে সিন্ধুপরে । 8磁 “বেগবতী ঐরাবতী পূর্ব সীমানায় ; পঞ্চভুজ সিন্ধুনদ বিরাজে পশ্চিমে ঃ মধ্যদেশে, ওই দেখ, প্রসারিয়া কায় শোভে যে বিস্তৃত রাজ্য রঞ্জি ও রক্তিয়ে ; বিংশতি ব্ৰটন নাহি হবে সমতুল । তথাপি হইবে—আর নাহি বহু দিন, অভাগিনী প্রতি বিধি চির প্রতিকুল— বিপুল ভারত, ক্ষুদ্র বৃটন-অধীন । । বিধির নিৰ্ব্বন্ধ বাছা খণ্ডন না যায়, কিবা ছিল রোমরাজ্য এখন কোথায় ?