পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8\ee নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 9 @: “ওই শোভে শতমুখী ভগীরথীতীরে কলিকতা, ভারতের ভাবী রাজধানী, আবৃত এখন যাহা দরিদ্র কুটীরে, । শোভিবে, অমরাবতীরূপে করি গ্লানি, রাজ-হুর্শ্বে, দৃঢ় হুর্গে, আলোকমালায় ; ওই যে উড়িছে উচ্চ অট্টালিকা-শিরে বৃটিশ-পতাকা, যেন গৌরবে হেলায় গেলিছে পবনসনে অতি ধীরে ধীরে ; তুমিই তুলিয়া সেই জাতীয় কেন, ভারতে বৃটিশরাজ্য করিবে স্থাপন । جيف ج: “নব রাজ্যে অভিষিক্ত করিয়া তে ময়, আমি বসাইব ওই রত্নসিংহাসনে ; আমি পরাইব রাজমুকুট মাথায় । সমস্ত ভারতবর্ষ আনত বদনে পালিলে তোমার আজ্ঞা, অদৃষ্টের মত । তোমার নিশ্বাসে এই ভারত ভিতরে কত রাজ্য রাজা হবে অনিত উন্নত ; ভাসিবে যবনলক্ষ্মী শোণিতে সমরে । , প্ৰণমিবে হিমাচল সহিত সাগর,— ‘ইংলণ্ডের প্রতিনিধি—ভারত-ঈশ্বর ”

“শতেক বৎসর রাজবিপ্লবের পরে ইংলণ্ডের সিংহাসন হইবে অচল ;