পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । স্থির ভাগীরথী-জল করি উচ্ছ্বসিত, অমনি বৃটিশ বাদ্য বাজিয়া উঠিল । ছুটিল তরণী বেগে বারি বিদারিয়া, তালে তালে দাড়ী দাড়ে পড়িতে লাগিল ; আঘাতে আঘাতে গঙ্গল উঠিল কঁপিয়া, সুনীল আরশি খানি ভাঙ্গিল গড়িল । একস্তানে বীরকণ্ঠ বৃটিশ-তনয় গায়—“জয় জয় জয় বৃটিশের জয় ।” গীত চির-স্বাধীনতা অনন্ত সাগরে, নিস্তারা আকাশে যেন নিশমণি, সুখে "বুটনিয়া আনন্দে বিহরে, বীরপ্রসবিনী বৃটিশজননী । যেই নীল সিন্ধু অসীম হজ্জয়, বিক্রমে যাহার র্কাপে ত্রিভুবন, বুটনের কাছে মানি পরাজয়, সেই সিন্ধু চুম্বে বুটনচরণ । ঘোষে সেই সিন্ধু করি দিগ্বিজয়,— “জয় জয় জয় বৃটিশের জয় ।” wf 之 সমুদ্রের বুকে পদাঘাত করি অভয়ে আমরা বুটননন্দন,