পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। 8 °ል » ষাও তবে সুধা হাসি মাগি বিশ্বাধরে, . ভুজঙ্গিনীসম বেণী স্থলিতেছে পাছে । চলুকৃ চলুক নাচ, টলুক চরণ, উড়,কু কামের ধ্বজ,—কালি হবে রণ - * > কে তুমি গো, একাকিনী আনন্দশিবিরে কাদিতেছ এক পাশ্বে বসিয়া ভূতলে ? চিনেছি,—হানিয়া খড়গ প্রাণপতি-শিরে, তোমাকে এ দুরাচীর অনিয়ছে বলে । কাদ তবে,"র্কাদ ভূমি রাত্রি যতক্ষণ, গাও উচ্চৈঃস্বরে আর যতেক রমণী ? উঠিল রমণী-কণ্ঠ ছুইল গগন ;– ধ্রুম্ করে দূরে তোপ গৰ্জ্জিল অমনি । এ কি গো ?—কিছু না, শুধু মেঘের গজ্জন নাচ, গাও, পান কর, প্রফুল্লিত মন ।

  • ఫి পুনঃ ঝনৎকার শব্দে বাজিয়া উঠিল মুরজ, মন্দির; বীণা, সারঙ্গী, সেভার ; বেহালার পিককণ্ঠে হইতে লাগিল তানে তানে মুগ্ধচিত্তে উদাস সঞ্চার । । যন্ত্রের স্বর-তরঙ্গে গল মিশাইয়া, বসন্ত কোকিল কি হে দিতেছে ঝঙ্কার ? * তা নয়, গায়িকা ওই কণ্ঠ কঁপাইয়া গাইতেছে ; ক্ষীণকণ্ঠ কোকিল কি ছার ! এক কুহুস্বরে করে সতত চীৎকার, শত কলকলে বামা দিতেছে ঝঙ্কার !