পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । ৪৭৭ প্রত্যেকে একটি পাপ চিত্রিয় গগনে, দেখায় প্রত্যেক তারা বিবিধ বিধানে । যেই সব পাপ-কাৰ্য্য করিতে সাধন কেশীগ্রও কোন দিন কঁপেনি আমার, আজি কেন তারি চিত্র করি দর্শন, শিহরিয়৷ উঠে অঙ্গ কঁপে বারংবার ? পাপ পুণ্য কাৰ্য্যকালে সমান সরল,* ੇ মাত্র পরিচয়স্থল । રાઉ મંજૂ “এই বঙ্গ রাজ্যে অতি দীন নিরাশ্রয় যেই সব প্রজাগণ, সারাদিন হায় । ভিক্ষা করি দ্বারে দ্বারে ক্লাস্ত অতিশয় ; অনশুনে তরুতলে ভূতল-শয্যায় করিয়া শয়ন, এই নিশীথে নিৰ্ভয়ে, লভিছে আরাম মুখে তারাও এখন । আমি তাহদের রাজা, আমি এ সময়ে মুবাসিত কক্ষে কেন বসিয়। এমন আকাশ পাতাল ভাবি বিষন্ন অস্তরে ? রে বিধাতঃ ! রাজদণ্ডে নিদ্রীও কি ডরে ? ২৬ “কি হয় কি হয় রণে, জয় পরাজয়, এই ভাবনায় কি গো চিন্তাকুল মন ? নিতান্ত যদ্যপি রণে হয় পরাজয়, ন পারিব কোন মতে বাঁচাতে জীবন ? আমি ত সমরক্ষেত্রে, প্রাণাস্তে আমার, যাইব না, পশিব না বিষম সংগ্রামে,