পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ । 8 RS

  • Rసె

“ষা হবে আমার হবে ; তাদের কি ভয়-? ভাঙ্গে যেই ঝটিকায় দেউল প্রাচীর, উপাড়িয়া ফেলে উচ্চ মহীরুহচয়, পরশে কি কভু কৃপরাশি পৃথিবীর ? করে কি উচ্ছেদ নীচ ক্ষুদ্র গুল্ম যত ? হয় রে তেমতি এই আসন্ন সমরে, ষায় যাবে মম রাজ্য, আমি হব হত ; কি দুঃখ হইবে তাহে প্রজার অস্তরে ? এক রাজা,যাবে, পুনঃ অন্ত রাজা হবে বাঙ্গালার সিংহাসন শূন্ত নাহি রবে। ^&s

  • কিংবা মিরজাফরের মন্ত্রে সৈন্তদল হইয়াছে উপদিষ্ট, কে বলিতে পারে ? তবে এই রণসজ্জা চক্রান্ত কেবল, প্রবঞ্চন-ইন্দ্রজালে ভুলালে আমারে ? হয় ত আমীরে কালি যত দুরাচার অপিবে ক্লাইবে, কিংবা বধিবে পরাণে । তাই বুঝি তাহদের আনন্দ অপাের, লাচিতেছে, গাইতেছে ! অথবা কে জানে আততায়ী সেনাপতি পাপী কুলাঙ্গার, শিবির করিবে আজি সমাধি আমার ।

w) “নিশ্চয় বিজোহি তারা নাহিক সংশয় ; , নতুবা ক্লাইব কোন সাহসের ভরে,